
আমার কিছু বন্ধু আছে।
ভালো মন্দ পাঁচমিশালী
নানারকম খামখেয়ালী
রোগা মোটা অসীমবলী
আমার কিছু বন্ধু আছে।
তাদের মনে ছন্দ আছে
ভালবাসার গন্ধ আছে
রোজনামচার ধন্ধ আছে
আমার কিছু বন্ধু আছে।
তাদের সুখ দুঃখের স্বপ্ন আছে
স্বপ্নে অলীক প্রলাপ আছে
বাক্যে হাসির আলাপ আছে
আমার কিছু বন্ধু আছে।
শুনলে কথা কান জ্বলে যায়
হাসলে পেটের খিল খুলে যায়
থাকলে এরা মন ভরে যায়
আমার কিছু বন্ধু আছে ।