
ইদের ছবি দিয়ে তৈরি করুন- ফটো বুক
এই ইদে আপনার আনন্দ আয়োজনের ছবি হাইলাইট করার জন্য একটি কাস্টম ফটো বই তৈরি করুন। এর আগের ইদগুলোয় যেসব ছবি তুলেছিলেন, তা যদি সংগ্রহে থাকে, তাহলে সেই সব ছবি দিয়ে একটি গল্প তৈরি করুন। ইদ আয়োজন ছাড়াও আপনার জীবনের সবচেয়ে মূল্যবান মুহুর্তগুলি ক্যাপচার করুন। বিয়ের দিন, জন্মদিনের পার্টি বা আপনার প্রথম দিনের স্কুলের ছবি, বাঁধাই করে রাখার আধুনিক প্রযুক্তি ফটো বই। আপনার প্রতিটি স্ন্যাপশটেই তো থাকে সেরা স্মৃতিগুলি। তা সুরক্ষিত রাখা ও প্রদর্শনের উপযুক্ত মাধ্যম ফটো বই। জীবনের প্রতিটি ইভেন্ট এবং অনুষ্ঠান স্মরণে রাখুন। প্রতিটি মুহুর্ত একটি ব্যক্তিগত ফটো বইয়ে বাঁধাই করে রাখুন। আপনার সর্বাধিক ভাললাগার ছবি দিয়ে গল্প বানান। আপনার সবচেয়ে প্রিয় স্মৃতি স্মরণে রাখার জন্য ছবির পাশে আপনার মনের কথা বা অনুভূতি লিখুন। যেরকম ভাবে নিজের ছবিটি দেখতে চান, ঠিক সেভাব নকশা করুন। অনুষ্ঠান ছোট বা বড় যেমনই হোক, ফটো বুক আপনাকে স্মৃতির শহরে টেনে নিবে। বাংলাদেশে প্রথম এবং একমাত্র ফটো টেকনোলজি টুলস
Picsmela হচ্ছে আপনার ছবির গল্প তৈরি করার সেরা মাধ্যম । এখানে আছে ফটো বইয়ের থিম এবং নকশা করার জন্য অসংখ্য টেম্পলেট। যাতে আপনি বছর জুড়ে ভাল সময়গুলি স্মরণে ও সংরক্ষণে রাখার জন্য ফটো বই তৈরি করতে পারেন।


বিয়ের ছবি দিয়ে তৈরি করুন ফটো বুক
বিশেষ অনুষ্ঠান ও বিশেষ দিন উদযাপন করুন ফটো বইসহ। ব্যক্তিগত ফটো বইয়ের চেয়ে ভালো কোনা উপায় নেই বিশেষ দিন উদযাপনের জন্য। বিয়ে, নতুন শিশুর আগমন, বা কোনও বিশেষ ছুটিতে যে ছবি তুলবেন, সব বাঁধাই করে রাখুন ফটো বইয়ে।
এই ফটো বইয়ের কারণেই আপনার বিয়ের দিনটি সবার কাছে অন্যরকম বিশেষ দিন হয়ে থাকবে।
আপনি ভালোবাসার দৃষ্টিতে প্রিয়জনের দিকে তাকানোর ছবি, আংটি বদলের ছবি, নববধূর পাশে দাঁড়ানোর ছবি, কাবিন নামায় স্বাক্ষর করার ছবি, কেক কাটার ছবিসহ আরও আনন্দময় যত ছবি আছে, সব নথিভূক্ত করে তৈরি করুন ফটো বই। ছবির নিচে যদি যুক্ত করতে চান কোনো ক্যাপশ, তাহলে তা লিখুন। আপনার স্বপ্ন বাস্তবায়নের দিনগুলো ব্যক্তিগত ফটো বইয়ে বাঁধাই করার জন্য রোমান্টিক ক্যাপশন ও মনের কথা লিখে নিজের বইটি নিজেই ডিজাইন ও অর্ডার করুন। সবকিছুই করুন ঘরে বসে অনলাইনে।
নতুন শিশুর ফটো বই
নতুন শিশুর জন্মের মূহুর্ত থেকে তাঁর জীবনের প্রতিটি ঘটনা ছবি মাধ্যমে ধারাবাহিকভাবে সাজান। আপনার কোলে তাঁর প্রথম ওঠা, প্রথম হাসি, নরম, কচি হাতের ছাপ, পায়ের ছাপ, প্রথম জামা পরানোর ছবি, প্রথম দাঁত ওঠার ছবি ক্যাপচার করুন আর বাঁধাই করুন অনলাইনে Picsmela থেকে।

ভ্রমণের ছবি দিয়ে ফটো বুক
আপনি হয়তো ঘুরতে পছন্দ করেন। ছুটি, সুযোগ পেলেই চলে যান প্রকৃতির কাছে। সবুজ অরণ্য বা উচু পাহাড় কিংবা গর্জন করা সাগরের সাথে আপনার কি কথা হয়? তা কি জানে আপনার প্রিয় মানুষেরা। তাদেরও জানতে দিন। ছবি পাশে ছবিটি তোলার গল্প লিখে রাখুন। জীবনে ঘুরে বেড়ানো সব ছবি এক সারিতে এনে বাঁধাই করে রাখুন একটি ফটো বই।
আলাদা আলাদা ভ্রমণের ছবি দিয়েও ফটো বই তৈরি করতে পারেন। একবার যে পথ দিয়ে আপনি হেঁটেছেন, সে পথ দিয়ে হয়তো দ্বিতীয়বার যাওয়ার সুযোগ হবে না। প্রকৃতিকে হয়তো এরকম রূপে পাওয়া যাবে না। তাই ছবিগুলো এক সময় আপনাকে অন্যরকম আনন্দ দিবে। আপনার চোখ এড়িয়ে গেলেও ক্যামেরার চোখ এড়াবে না কিছুই। যত বেশি পারেন ছবি তুলুন। ছবি মোবাইলে না রেখে ফটো বই তৈরি করে রাখুন।
যে দেশ বা যে স্থানে ঘুরতে গিয়েছেন, সে স্থান থেকেই অনলাইনে ছবি দিয়ে ফটো বই এর ডিজাইন ও অর্ডার করতে পারবেন। শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই হবে।
আপনার প্রিয় মুহুর্তগুলি মনে রাখতে একটি ফটো বই অনন্য সমাধান। ছবির বই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টের চেয়ে বেশি। প্রতিদিনের মুহুর্তের চিত্রগুলি দিয়ে আপনার নিজের ফটো বই তৈরি করুন। প্রতিটি মৌসুমের ছবি,খাঁটি আড্ডার ছবি, আপনার পুরো সংসার জীবনের ছবি, বাছাই করা ছবি, সব বাঁধাই করুন ফটো বইয়ে। Picsmela আপনাকে দিচ্ছে আপনার প্রতিদিনের জীবনের ছবি দিয়ে ছবির গল্প তৈরি করার অনন্য সুযোগ।আপনার ফ্যামিলীর আনন্দকে চিরকাল ধরে রাখার জন্য, প্রতিদিনের আনন্দ বছর শেষে দেখার জন্য বিভিন্ন নকশার ফটো বই তৈরি ও ব্যবহার করুন।
ফটো বই কিভাবে তৈরি করবেন?
প্রথমেই মনে মনে স্থীর করুন কোন মাধ্যম থেকে আপনি ছবি নিবেন? অর্থাৎ যেসব ছবি দিয়ে আপনি ফটো বই তৈরি করবেন, সেই ছবিগুলো কি আপনার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এ আছে? নাকি ফেসবুকে আছে?
এবার যে কোন ডিজিটাল ডিভাইস থেকে প্রবেশ করুন- www.picsmela.com
এবার সিলেক্ট করুন ফটো বুক। এখানে বিভিন্ন ধরণ, মাধ্যম, আকার বা সাইজের ফটো বুক এর টেম্পলেট দেওয়া আছ। এখান থেকে আপনি অনেক ডিজাইনের টেম্পলেট এবং সফটকাভার এবং হার্ডকভার ফটো বুক স্টাইলগুলি নির্বাচন করে ভালো-মানের অ্যালবাম তৈরি করতে পারেন। আপনি এমন একটি ফটো বই বেছে নিতে পারবেন, যাতে পৃষ্ঠা উল্টিয়ে দেখার সুযোগ আছে।
* আপনার মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ও ফেসবুক পেইজ থেকে ছবি দিয়ে নিজেই নকশা করুন কাস্টমাইজড ফটোবুক। বিভিন্ন আকার ও নকশার ফটোবুক পাওয়া যায়।
ভেতরের কাগজ
ফটো বই এর জন্য আমরা ব্যবহার করি- ১২৫ ও ১৯০ মাইক্রো থিকনেস কাগজ। যা টেনে ছেঁড়া যায় না। পানিতে নষ্ট হয় না।
কভার
গ্লোসি, ম্যাট এবং চামড়ার হার্ড কভার ও সফট কভার, সিনথেটিক ও ট্রান্সপারেন্ট কভার চয়েজ করতে পারেন।
কভারের জন্য আমরা ব্যবহার করি ৩০০ মাইক্রো থিকনেস কাগজ।
সাইজ বা আকার
৩টি সাইজ বা আকারের ফটোবুক পাওয়া যায়।
★ সাধারণ আকারের ল্যান্ড স্ক্যাপ ফটোবুক, সাইজ- ৮×১২ ইঞ্চি।
★ বড় আকারের স্কয়ার ফটোবুক, সাইজ- ১২×১২ ইঞ্চি।
★ বড় আকারের ল্যান্ডস্ক্যাপ ফটোবুক, সাইজ- ১২×১৮ ইঞ্চি।
প্রযুক্তি
উন্নত মানের আধুনিক সিলভার হাইলাইটস প্রযুক্তি আমরা ব্যবহার করি ফটোবুক প্রিন্ট এর জন্য। যার কারণে ছবি সুন্দর ও চকচকে হয়।
আমাদের প্রফেশনাল অনলাইন ফটোবুক আপনি নিজের জন্য তৈরি করতে পারেন। প্রিয়জনকে উপহার দিতে পারেন।
ছবি নির্বাচন ও ব্যবহার
ফটোবুক এর জন্য আপনার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ও ফেসবুক পেইজ থেকে ছবি ব্যবহার করা যাবে।
অনলাইন নকশা ও অর্ডার
অনলাইনে নকশা ও অর্ডার করা যাবে। সারাদেশে পাবেন হোম ডেলিভারি।
পৃষ্ঠা বা পাতা
আমাদের ফটো বই ১২ শিট বা ২৪ পৃষ্ঠা থেকে শুরু হয়। প্রয়োজন মতো আপনি পৃষ্ঠা বাড়াতে পারবেন।
কাস্টম ডিজাইন করার সুযোগ, প্রাক-ডিজাইন বা নকশা করা পৃষ্ঠাগুলি এবং আড়ম্বরপূর্ণ অলঙ্করণ যুক্ত করার জন্য ঘরসহ, সেরা ফটো বুক করার অবিরাম উপায় পাবেন Picsmela থেকে।
সাধাণত ৩ দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয়। লকডাউনে ৭ দিন লাগতে পারে।