
এখন অনলাইনে ডিজাইন ও প্রিন্ট এর জন্য অর্ডার করতে পারবেন এসব পণ্য
আমরা বলি, আপনার ছবির গল্প সাজাতে ভিজিট করুন- www.picsmela.comএ কথা বলার কারণ- বাংলাদেশে প্রথম Picsmela কাজ করছে এমন একটি ফটো টেকনোলজি টুলস নিয়ে, যা দিয়ে আপনি ঘরে বসে, অনলাইনে ছবি দিয়ে নকশা ও প্রিন্টের জন্য অর্ডার করতে পারবেন যে কোনো কাস্টমাইজড পণ্য।আগে একটি ছবি তোলার জন্য স্টুডিও থেকে ক্যামেরা ও ক্যামেরাম্যান হায়ার করে আনতে হতো। সেই দিন আর নেই। এখন মানুষের হাতের মুঠোয় মোবাইলেই আছে ক্যামেরা। ছবি এখন চাইলেই তোলা যায়, যত খুশি, যেমন খুশি। আমরা যত ছবি তুলি, তত ছবি প্রিন্ট করি না। এর বড় কারণ- ছবি প্রিন্ট করার জন্য এতদিন আমাদের যেতে হতো স্টুডিও বা ফটোল্যাব এ। এখন আপনাকে আর ফটোল্যাব এ যেতে হবে না। খুঁজতে হবে না স্টুডিও। ঘরে বসেই অনলাইনে Picsmela তেই ছবি দিয়ে নকশা করতে পারবেন যে কোনো কাস্টমাইজড পণ্য। প্রিন্ট এর জন্য অর্ডারও করতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে। সারা দেশে পাবেন হোম ডেলিভারি সুবিধা। ছবি প্রিন্ট এর জন্য বহু টেম্পলেট দেওয়া আছে। আপনার পছন্দ ও সাইজ দেখে বেছে নিতে পারবেন। Picsmela’র ইমেজ ব্যাংকে আছে লক্ষাধিক ছবি। সেখান থেকেও ছবি ব্যবহার করতে পারবেন। এতে আপনার সময় বাঁচবে। খরচ কমবে। নিজের পছন্দসই পণ্য পাবেন।