মোবাইলে কি করে ভালো ছবি তুলবেন

Photo by Tima Miroshnichenko on Pexels.com

স্মার্টফোন এখন আমাদের হাতের মুঠোয়, যুগের বিবর্তনে এবং প্রযুক্তির ছোঁয়ায় আমরা যে স্মার্টফোনগুলো ব্যবহার করি এগুলোর ক্যামেরা ইউনিটেও চমৎকার কিছু সুবিধা যোগ করা হচ্ছে। আর তাই ছবি তোলা এখন শুধু পয়েন্ট অ্যান্ড শুট অথবা ডিএসএলআরের মধ্যেই সীমাবদ্ধ নেই। মোবাইলে ভালো ছবি পেতে হলে কিছু ব্যাপার জানাটা জরুরি।প্রথমেই আলোর কথা মাথায় রাখুন মোবাইল ফোনের ক্যামেরা লো-লাইটে ভালো ছবি তুলতে সক্ষম নয়। তাই ছবি তোলার ক্ষেত্রে প্রথমে এমন একটি দিক নির্বাচন করুন যেন সেই দিকের বিপরীতে অবজেক্টকে রাখলে অন্তত প্রয়োজনীয় আলো পেতে পারে। মোবাইলের ক্যামেরা লেন্সের উপর মাঝে মাঝে দাগ পড়ার জন্য ছবি ঝাপসা হতে পারে। তাছাড়া ধুলোবালি বা জলীয় বাষ্প জমে যেতে পারে, তাই ছবি তোলার আগে ও মাঝে মধ্যে লেন্স পরিষ্কার করুন। ফোনের অটো  মোড কিভাবে কাজ করে তা জানা থাকলে তা ভালো ছবি তুলতে সহায়তা করবে। অটো মোডে ভালো ছবি উঠলেও তা সব সময় ফলপ্রসূ হয় না, বিশেষ করে ঘরের ভিতরে এবং মেঘাচ্ছন্ন দিনে এমন সমস্যার সম্মুখীন হলে সবার প্রথমেই অটো মোড থেকে মানুয়্যাল মোডে চলে যেতে হবে। সেখানেই ইচ্ছামত ব্রাইটনেস অথবা ডার্কনেস অথবা যেটা বেশি মনে হচ্ছে তা ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তাই সেটিংস জানুন। সাধারন মোবাইল ক্যামেরায় ছবি তোলার সময় জুম করে ছবি তুললে বেশির ভাগ ক্ষেত্রেই ছবির মান যাচ্ছেতাই হয়। আইফোন এক্স এবং স্যামসাং গ্যালাক্সি নোট 8 এর মত ফোন গুলোতে সেকেন্ডারি ক্যামেরায় 2x জুম অপশন দেওয়া থাকে, তাই 2x সম্বলিত এসব ফোনের ক্যামেরা ব্যবহার না করার কোন প্রশ্নই উঠে না। বরং এসব ক্যামেরায় আরো ভালো কোয়ালিটির ফটোগ্রাফি করা সম্ভব। সাধারণ ফোনের জন্য অটোমেটিক্যালি জুম না করাই ভালো । আর যদি ফোনে জুম লেন্স হয় তাহলে 1x অথবা 2x রেঞ্জের মধ্যেই অটোমেটিক্যালি জুমিং টা রাখা উচিত। যেকোন কিছুর ছবি তুললে তখনই একাধিক শট নেওয়ার চেষ্টা করুন।ছবি তোলার সময় মোবাইল স্থির রাখতে হাত স্থির রাখা প্রয়োজন। RAW ফাইল ফরমেট এ  ছবি তুলুন। প্রায় মোবাইলের ক্যামেরা ইউনিটেই এলইডি ফ্ল্যাশ থাকে। ফ্ল্যাশে ব্যবহারে আপনার সতর্ক থাকা উচিৎ। কেননা, অটো ফ্ল্যাশ নামে যে অপশনটি ক্যামেরা অ্যাপে ইন্টিগ্রেট করা থাকে তা মাঝে মধ্যেই সঠিক ভাবে কাজ করেনা। তার পরে সবচেয়ে জরুরি যেটি সেটি হলো একটি ভালো ফটো এডিটর ব্যবহার করে ছবি এডিট করা।

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s