ছবির ফ্রেমিং কিভাবে করবেন

Latest
Episodes

Photo by Jeremy Bishop on Pexels.com

ভালো সেলফি

নিজের ছবি নিজে বা পোর্ট্রেট তোলার নাম সেলফি হলেও এখন দল বেঁধে অংশ নিচ্ছেন সেলফিতে।সবাই যে সেলফি-ভক্ত, তা কিন্তু না। তবে কোমর বেঁধে প্রতিবাদ করলেও যে সেলফি তোলা বন্ধ হবে না, তা এখন সবাই জানেন। আর তাই সেলফি-সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়াই ভালো। এ ক্ষেত্রে আদবকেতা মেনে চললে বরং সেলফি হয়ে উঠতে পারে আনন্দের উপলক্ষ।কোনো কিছুই… Continue reading ভালো সেলফি

ভালো ছবি কিভাবে তুলবেন?

এ যুগে প্রায় সবার হাতেই আছে ক্যামেরাসহ মোবাইল। পেশাদার বা শৌখিন আলোকচিত্রীদের হাতে আছে ডিএসএলআর ক্যামেরা। ডিএসএলআর বা স্মার্টফোনের ক্যামেরা—ছবি তুলছেন কমবেশি সবাই। ডিএসএলআরে যেমন ভালো ছবি হয়, তেমনি কিছু কৌশল জানা থাকলে মোবাইল ফোনের ক্যামেরাতেও ভালো ছবি তোলা যায়। ক্যামেরা যত ভালো, ছবিও তত ভালো! এ কথা কিছুটা সত্য তো বটেই। কিন্তু সাধারণ ক্যামেরা… Continue reading ভালো ছবি কিভাবে তুলবেন?

কবি চলে যায়, কবিতা থাকে, আর থাকে তাঁর ছবি

কবি আবুল হোসেন খোকন এর প্রয়াণে শ্রদ্ধা অনন্ত, মেহেদী পাতা দেখেছো নিশ্চয়ই-আবুল হোসেন খোকন অনন্ত, মেহেদি পাতা দেখেছ নিশ্চয় ?উপরে সবুজ, ভেতরে রক্তাক্ত লালনিজেকে আজকালবড় বেশি মেহেদি পাতার মতো মনে হয়,উপরে আমি অথচ ভিতরে কষ্টের যন্ত্রনার-এমন সব বড় বড় গর্তযে তার সামনে দাড়াতে নিজেরী বড়ো ভয় হয়, অনন্ত। তুমি কেমন আছো ?বিরক্ত হচ্ছ না তো… Continue reading কবি চলে যায়, কবিতা থাকে, আর থাকে তাঁর ছবি

ছবি ফ্রেম কিভাবে হবে শিখতে হলে প্রি-ভিজুয়ালাইজেশন অনুশীলন প্রয়োজন। দৃশ্যের চারপাশে তাকিয়ে এবং ছবি ভাল করতে কি কি প্রয়োজন তা খুঁজতে হবে। ছবির বিষয় খোঁজা হয় ঠিক যেভাবে, ঠিক সেভাবেই খুঁজে নিতে হবে ছবিটা আশেপাশে বা পেছনে ঠিক কী থাকেলে ছবিটা ভালো হবে। ছবি উঠানোর আগে প্রশ্ন করতে হবে নিজেকে, কিসের ছবি তুলবো। এর ভাষা কি? কোন ব্যক্তির ছবি তুললে তার পোশাক, পরিবেশ, আলো এগুলি তার সাথে মানানসই কি-না।

ছবি তোলার প্রথম নিয়ম, ছবির ভাষা ঠিক করা। যে ছবিই তোলা হোক না কেন, একবার প্রশ্ন করা উচিত কিসের ছবি তোলা হচ্ছে? ছবির বক্তব্য কি? কীভাবে তুললে  ছবিটা আরেকটু ভাল হবে?

দিনের অন্য সময়ে, কিংবা কৃত্রিম আলো ব্যবহার করে। ছবি তোলার সময় ফটোগ্রাফাররা সাধারনভাবে যা করেন, দিগন্ত রেখা ছবির মাঝামাঝি রেখে ফ্রেম করেন। অর্থাৎ ক্যামেরার সামনে যদি মাঠ এবং আকাশ থাকে তাহলে মাঠের জন্য অর্ধেক এবং আকাশের জন্য অর্ধেক এভাবে ভাগ করা হয়। কিংবা সমুদ্র এবং আকাশ থাকে তাহলে অর্ধেক আকাশ এবং অর্ধেক জল এভাবে ছবি তোলা হয়। যা ফটোগ্রাফির একটি গুরুত্বপূর্ণ নিয়ম রুল অব থ্রি এর পরিপন্থী। হাজার বছর ধরে রুল অব থ্রি প্রচলিত।

নিয়ম হচ্ছে, দু’ভাগ একজনকে বাকি একভাগ আরেকজনক দিন। বিষয়ের গুরুত্ব অনুযায়ী। যদি সমুদ্র গুরুত্বপুর্ন হয় দিগন্তরেখা তিনভাগের দু’ভাগ ওপরে রাখতে হবে, যদি আকাশ গুরুত্বপূর্ণ হয় তাহলে আকাশকে তিনভাগের দু’ভাগ জায়গা দিতে হবে। দেখা যায় তাতে অনায়াসে সুন্দর ছবি পাওয়া যায়। 

প্রকৃতি, বন্যপ্রাণী কিংবা স্পোর্টস নিয়ে যদি কাজ করতে হয়, ক্রপ সেন্সর এক্ষেত্রে উপযোগী। অন্যদিকে আরও বেশি আইওএস  এবং নর্মাল ফোকাল লেন্থে লেন্সকে নিয়ে কাজ করতে চাইলে দরকার ফুল ফ্রেম ক্যামেরা। কম আলোতে প্রকৃতি, ল্যান্ডস্কেপ কিংবা কোনও স্থাপত্যের ছবি তোলার ইচ্ছে হলে ফুল ফ্রেম অনেক বেশি কাজের।ঘরে অথবা বাইরে যেখানেই ছবি তোলা হোক না কেন, পেছনে কি রয়েছে সেদিকে লক্ষ্য রাখা জরুরি। ছবি উঠানোর সময় যদি অপ্রয়োজনীয় ব্যক্তির উপস্থিতি থাকে তাহলে কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। পেছন থেকে কেউ উঁকি দিচ্ছে দেখা গেলে ভাল ছবি হয় না। একইভাবে অপরিস্কার, অগোছালো কিছু থাকলে সেগুলি এড়িয়ে ছবি তুললে ভালো হয়। সামান্য সরে গেলেই এই বিষয়গুলি এড়িয়ে ভাল ছবি পাওয়া যাবে।

শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানে ভাল ছবি পাওয়া যাবে না। ভাল ছবির পাওয়ার সবচেয়ে ভাল পদ্ধতি হচ্ছে ছবি উঠানোর পর সেখানে কোন ত্রুটি আছে কিনা খুঁজে বের করা। ছবি উঠানোর জন্য যতটা সম্ভব কাছে যেতে হবে এবং পুরো ছবি ও পোর্ট্রেট মোডে তোলার অভ্যাস করতে হবে।

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s