ক্যামেরার সেটিংস

ভালো ছবি তোলার জন্য জানা দরকার ক্যামেরা সেটিংস Photo by Pok Rie on Pexels.com

সব ক্যামেরাতেই কয়েক ডজন বোতাম এবং তালিকা থাকে।কেউ যদি ভুল করে ক্যামেরা সেটিংস ব্যবহার করে ছবি তোলে তাহলে দেখা যাবে তোলা ছবিটি  ভালো লাগছে না। তাহলে এই সমস্ত সেটিংস কীভাবে করলে ছবি ভালো হবে? এবং  কিভাবে ছবি তোলার সময় তা দ্রুত ব্যবহার করা যাবে? আছে কিছু উপায়।

সঠিক সেটিংস ব্যবহার করে ভালো ছবি তোলা  একেবারেই কঠিন কিছু  নয়,  বরং অনেকটাই সহজ, যদি বোতাম ও তালিকাগুলো একবার ঠিকঠাক গুছিয়ে রাখা যায়।  বিশেষ কারণ ছাড়া তাতে  আর হাত দেবার দরকারই হবে না। ক্যামেরা ব্যবহারের জন্য মাত্র কয়েকটি সেটিংস ঘন ঘন পরিবর্তন করতে হয়। ফটোগ্রাফি অংশ হিসেবে চলুন জেনে নিই তিনটি অতি গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে।


এই গুরুত্বপূর্ণ সেটিংস হলো শাটার স্পিড, অ্যাপারচার এবং আইএসও। এই তিনটিই ছবির উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করে ভিন্ন একটু ভিন্নভাবে। 

শাটার স্পিড  ফিল্ম, বা ডিজিটাল সেন্সর, আলোকে উন্মুক্ত করার সময় নিয়ন্ত্রণ করে। শাটার নির্ধারণ করে দেয় ছবিতে কোন দৃশ্যটি ক্যাপচার করা হয়েছে। শাটার একটি ছোট প্লাস্টিকের চাদর বা পর্দা যা প্রয়োজনে খোলা বা বন্ধ করে দেয়া যায় যাতে করে ফিল্মে আলো ঢুকতে পারে বা ফিল্মে আলো পৌঁছাতে না পারে।শাটারটি খোলা হয় তখনই যখন  একটি ছবির জন্য  ক্যামেরাতে শাটার রিলিজ বাটনটি ক্লিক করা হয়। এবং এর গতি নির্ধারণ করে দিতে হয় যে কতক্ষণ শাটারটি খোলা থাকবে 

ক্যামেরার লেন্স এর আসল কাজ হল আলো সংগ্রহ করা। একটি লেন্সের অ্যাপার্চার হল লেন্স খোলার একটি ব্যাসার্ধ যা সাধারনত আইরিস দ্বারা নিয়ন্ত্রিত। অ্যাপার্চারের ব্যাস যত বড় হবে তত বেশি পরিমান আলো ইমেজ সেন্সরে ঢুকবে। অ্যাপার্চার সাধারনত F-stop, উদাহরণস্বরূপ F2.8 or f/2.8 দ্বারা প্রকাশ করা হয়। The smaller the F-stop নাম্বারটি যত কম হবে ক্যামেরার লেন্স তত বেশি খুলবে।  যদি  ফিক্স অ্যাপার্চার না ব্যাবহার করা হয় তবে লেন্সের অ্যাপার্চারের রেঞ্জ সাধারনত f-stops পর্যন্তই হয়ে থাকে। 

ক্যামেরায় আই.এস.ও দ্বারা ফিল্মের আলোক সংবেদনশীলতা বা ফিল্ম ষ্স্পিড বুঝায়। যেমন, ২০০ আই.এস.ও থেকে ১০০ আই.এস.ও দ্বিগুন আলোক সংবেদনশীল। যথেষ্ট আলো থাকলে কম ISO তে ছবি তোলার পরামর্শ দেন ফটোগ্রাফাররা। দিনের বেলা সাধারণত 100 -200 ISO তে ছবি তোলা হয়। একটু মেঘলা দিনে হয়তো 400 ISO তে ছবি তোলা যেতে পারে. আর রাতের বেলা ছবি তুলতে হলে বেশি ISO তে তোলা ভালো। ISO বাড়িয়ে দেওয়ার যে অসুবিধে সেটা হচ্ছে তাতে ক্যামেরার সেনসিটিভিটি বাড়লেও ছবিতে Grain বা Noise বেড়ে যায়।

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s