দ্যা রুল অফ থার্ড ইন ফটোগ্রাফি

একটি ভালো ছবি তোলার জন্য ছবির কম্পোজিশন কেমন হবে, তা জানা থাকা জরুরি। কম্পোজিশনের গুরুত্বপূর্ণ একটা বিষয় রুল অফ থার্ড। এই রুল অফ থার্ড ছবিকে ব্যালেন্সড এবং ইন্টারেস্টিং করে তোলে।

ছবিতে মূল সাবজেক্ট কে যদি মাঝে রাখা হয়, তাহলে তার চারপাশের বিষয়বস্তু ছবির দর্শকের কাছে আকর্ষন হারায়। সব আগ্রহ তখন কেবল ছবির মূল বস্তুকে নিয়েই থাকে। রুলস অফ থার্ড এ থেকে বেরিয়ে চারপাশ সহ ছবিটিকে আরো আকর্ষনীয় করে তোলার চেষ্টা করে। একটা আকাশ ও সমতলের ছবিকে খাড়াভাবে দু’টো এবং লম্বালম্বিভাবে দু’টো লাইন দিয়ে  নয়টি সমান ভাগে ভাগ করা হলে। যদি ছবিটি উপরের থেকে নীচের দিকে লাইনগুলোতে তিন ভাগের একভাগ ও তিন ভাগের দুই ভাগ পেয়ে থাকে তবে একেই বলে রুল অফ থার্ড।

রুলস অব থার্ড বলে, এখন ছবির মূল যে বস্তু তাকে এই বিভাজনের যে চারটি ইন্টারশেকসন পয়েন্ট আছে তাতে অথবা ওই লাইন বরাবর রাখতে হবে। ইন্টারসেকশন পয়েন্ট, যাকে বলে গোল্ডেন পয়েন্ট । যখন এই গোল্ডেন পয়েন্টের ভিতর কিংবা আশেপাশে রেখে রুল অফ থার্ড অবলম্বন করে ছবি তোলা হয় তখন দেখা যায় দারুন কিছু তোলা হয়েছে। মনে রাখা জরুরী ছবির দর্শকদের চোখের ফোকাসিং সিস্টেমটা কিন্তু সবসময় এই গোল্ডেন পয়েন্টের আশেপাশে ঘুরপাক খায়। আজকাল কিছু ক্যামেরার স্ক্রীনে রুলস অফ থার্ড গ্রিডের অপশন থাকে, যাতে করে এটা ব্যবহার করা আরো সহজ হয়েছে।  

এই রুল অফ থার্ড অনুসরন করে ছবি তুলতে গেলে দু’টো বিষয় সব সময় মাথায় রাখতে হবে: 

১. একটা ছবির পয়েন্ট অফ ইন্টারেস্ট কি হতে পারে, ২. একটা ছবির মূল বিষয়কে কোথায় রাখলে ভালো লাগবে।

এই রুল না মানলে যে সুন্দর ছবি হবে না তা কিন্তু নয়। রুল জেনে নিয়ে তবে রুল ভাঙ্গতে পারলে আরো ভালো ছবি তোলা সম্ভব।

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s