
বিয়ের দিনটি মানুষের জীবনে স্মৃতিময় একটি দিন।মধুরতম এই দিনটির স্মৃতি সবাই ধরে রাখতে চায়। সবাই চায় চলমান সময়ের ফাঁক-ফোকড়ে বিশেষ ওই দিনটির স্মৃতি ঘুরে আসতে। হ্যাঁ সবাই চায়। আর চায় বলেই ওয়েডিং ফটোগ্রাফি বা বিয়ের ছবি তোলার চল তৈরি হয়েছে। যা বর্তমান সময়ে বিয়ের বেশ জমজমাট গুরুত্বপূর্ণ একটি অংশও বটে।ফলে দিন দিন বিয়ের ভালো ফটোগ্রাফের গুরুত্ব দিন দিন বাড়ছে।
প্রি ওয়েডিং: বিয়ের একটি নতুন ট্রেন্ড হলো প্রি ওয়েডিং। বিয়ের আগে নিজেদের গুছিয়ে বর কনে ছবি তোলেন বিয়ের দিন এত ব্যস্ততায় এত মানুষজনের ভীড়ে হয়তো কোন একটি বিশেষ মুহূর্তের পছন্দের পোজটিই দেয়া হয় না সে জন্য আগেই ছবি তুলে রাখা বা মহড়া দেয়া।
গেটিং ওয়েডিং: বিয়ের সময় কনে কিভাবে সাজছে, চুল বাঁধছে, ফুল পরছে, মেহেদী রাঙা হাতে নাকে নথ পরছে এবং বর কিভাবে সাজছে এসব ছবি তোলা গেটিং ওয়েডিং ফটোগ্রাফি।বর কনেরর জন্য এটি বেশ জনপ্রিয় ফটোগ্রাফি।
এন্টি শট: বিয়ের অনুষ্ঠান যেখানে হয়ে থাকে সেখানে বর, কনে যখন প্রবেশ করে তখনকার ছবিকে বলা হয় এন্টি ফটোগ্রাফ
ডিটেইলস: এখানে বর কনের, হলুদ, বিয়ে বা অন্যান্য যেসব আনুষ্ঠানিকতা থাকে তাতে তারা যেসব সাজ, পোশাক, গহনা পরেন তাকে প্রাধান্য দিয়ে তোলা ছবিকেই ডিটেইলস ফটোগ্রাফি বলে।
ডেকরের ছবি: বিয়ের অনুষ্ঠানস্থল কিভাবে সাজানো বিয়ের ফটোগ্রাফে এটিও একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট।
ব্রাইড সিঙ্গেল এবং গ্রুম সিঙ্গেল: বর কনেকে বিয়ের দিন সাজসজ্জায় যৌথ বা একক ছবি তোলাও ফটোগ্রাফির একটি বড় অংশ।
বিয়ের ফটোগ্রাফি করতে হলে ফটোগ্রাফারদের এইসব বিষয়গুলোর সাথে ভালোভাবে পরিচিত হতে হবে। বর কনের সাথে কথা বলে ঠিক করে নিতে হবে তারা ঠিক কেমন চাইছেন, কোন বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছেন। প্রয়োজনে তাদেরকে নতুন নতুন আইডিয়া দেয়া বা নিজের তৈরি পোর্টফোলিও থেকে পূর্বে তোলার ছবি দেখিয়ে ধারণা দিতে হবে। একটা বিয়ের ফটোগ্রাফির সাথে যুক্ত হবার পর তাকে এমনভাবে সম্পূর্ণ পরিকল্পনা বলার দক্ষতা তৈরি করা যাতে বলার সময়ই মনে হয় এটি একটি সম্পূর্ণ গল্প।