
লাইফে মধুর সময় খুব কম আসে। মধুর স্মৃতিগুলো তাই ধরে রাখতে হয়। আপনি যাকে ভালোবাসেন, সে সবসময় আপনার কাছে থাকবে, এমন তো না। নানা কারনে সে থাকতে পারে আপনার চোখের আড়ালে। আপনার কাছ থেকে অনেক দূরে। আপনি যদি চান সব সে থাকবে আপনার চোখে চোখে, তাহলে তার ছবি আপনাকে রাখতে হবে আপনার ঘরে বা অফিসে।
আপনার ঘরে বা অফিসে আপনার প্রিয়জনের ছবি যত্ন করে রাখার জন্য পিক্সমেলা দিচ্ছে বিভিন্ন রঙ ও নকশার ফটো ফ্রেম। আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল থেকে ছবি দিয়ে নিজেই নকশা করে নিতে পারবেন ফটো ফ্রেম।
পিক্স মেলায় শুধু ফটো দিয়ে ফ্রেম বানাতে হবে এমন নয়। শব্দ দিয়েও একটি ফ্রেম তৈরি করা যেতে পারে। বিভিন্ন ফ্রন্ট এ বিভিন্ন লেখা সংগ্রহ করে সেখান থেকে লেখা দিয়ে ফটো ফ্রেম তৈরি করতে পারবেন।
সাধারণত ১০/১০ সাইজের ফেটো ফ্রেম পাওয়া যাবে।
ফাইবার এর ফ্রেম। দুই রঙের, ব্ল্যাক, অফ হোয়াইট ফটো ফ্রেম পাবেন পিক্সমেলায়।
আপনি এযুগে সব কিছু করছেন ঘরে বসে৷ ফটো ফ্রেম এর অর্ডার দেওয়ার জন্য দোকানে বা মার্কেটে কেন যাবেন? ঘরে বসেই অর্ডার করুন ফটো ফ্রেম। সময় লাগবে মাত্র ২ মিনিট। বিস্তারিত জানতে ভিজিট করুন পিক্সমেলার ওয়েবসাইট।