ক্যামেরার আনুষঙ্গিক সরঞ্জাম

Photo by The Lazy Artist Gallery on Pexels.com

ক্যামেরার আনুষঙ্গিক সরঞ্জাম

ক্যামেরা ডিএসএলআর, মিররলেস  বা অ্যাকশন ক্যামই যাই হোক নিয়মিত বা অনিয়মিত ব্যবহার করতে গেলে অবশ্যই কিছু সরঞ্জামের প্রয়োজন হয়। কোনটা হয়তো ক্যামেরা যত্নে  রাখতে, কোনটা আবার ভালো ছবি তুলতে। চলুন জেনে নিই তেমনই কিছু প্রয়োজনীয় সরঞ্জামের কথা। 

ক্যামেরা ব্যাগ

ক্যামেরা যেমনই হোক না কেন, বহন করতে একটি যুতসই ব্যাগ ব্যবহার করা উচিত। ওই ব্যাগটিই ক্যামেরাকে ধুলোবালি  বা কোন রকম দুর্ঘটনা থেকে রক্ষা করে নিরাপদে রাখতে সাহায্য করবে। 

ক্যামেরা রাখার ডেসিকেটর

যারা নিয়মিত পেশাগত কাজে ক্যামেরা ব্যবহার করেন বা শখেই ব্যবহার করেন তাদের প্রত্যেকেরই উচিত ক্যামেরার জন্য ডেসিকেটর (বায়ুনিরোধক ড্রয়ার) ব্যবহার করা। সেই সঙ্গে অবশই  সিলিকা জেল ব্যবহার করা।

ট্রাইপড

নিয়মিত ছবি তুলতে ট্রাইপড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ট্রাইপডে ক্যামেরাটি আটকে রেখে নিরাপদে বিভিন্ন এঙ্গেল থেকে ঘুরিয়ে ফিরিয়ে, উঁচু নিচু করে ছবি তোলা যায়। ট্রাইপড ব্যবহারে কেঁপে গিয়ে ছবি নষ্ট হওয়ার ঝক্কি থেকে মুক্ত থাকা যায়।

ফ্ল্যাশ

ইনডোর বা ঘরের ভেতর যদি নিয়মিত ছবি তোলার দরকার হয়, তবে ক্যামেরা কিটে একটি ফ্ল্যাশ সংযোজন করা উচিত। এতে ছবিটি উজ্জ্বলতা ঠিক থাকবে এবং সুন্দর দেখাবে।

ব্যাটারি গ্রিপ

দীর্ঘ সময় ছবি তোলেন যারা, তারা অতিরিক্ত হিসেবে ব্যাটারি গ্রিপ ব্যবহার করতে পারেন। হঠাৎ বিপদ থেকে রক্ষা করবে।

লেন্স ফিল্টার

ক্যামেরা লেন্স ধুলাবালি থেকে মুক্ত রাখার জন্য ইউভি ফিল্টার ব্যবহার করাটা জরুরি।না হলে শখের ক্যামেরাটি ধুলোবালিতে নষ্ট হয়ে যেতে পারে।

হার্ডডিস্ক বা সিডি/ডিভিডি

অনেক যত্ন করে কাঠখড় পুড়িয়ে দারুনসব ছবি তুলে সেগুলো যথাযথ সংরক্ষণ করতে অবশ্যই প্রযোজন হারডডিস্ক বা সিডি/ ডিভিডি।

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s